মোঃ আরাফাত হোসেন
আবার শুরু যুদ্ধের প্রহসন,
শুভ্র-নীল আকাশে আদিম ধাতব অস্ত্রের আর্তনাদ,
গৌর-সবুজের এ বনে সেই অস্ত্রের তীব্র গন্ধ!
শুধু নেই কোন মৃত মানুষ!
চারিদিকে নিপীড়ণ আর নির্যাতনে আক্রান্ত
জীবিত মানুষের কল্পিত মৃত আত্না!
সেই আত্না কেউ চোখে দেখে না।
অদৃশ্য সেই আত্নার শম্ভুসম
অত্যাচারের কাহিণী কেউ জানে না।
দিব্যদৃষ্টির বেড়াজালে মৃত আত্না দৃশ্যময়,
কিন্তু কোথায় সেই হননকারী?
যে মনুষ্যের স্বত্তাকে পরিস্রুত চালনী সমেত
ছেঁকে আলাদা করেছে!
ওই দূর অতল হতে কার
হিংস্র-উল্লাস ধ্বনি শোনা যায়?
না,অত দূরে নয়,
এইতো ওরা নিকটে।
আর সংখ্যায় তো একজন নয়,
ওরা অগণিত।
মনুষ্য চম্র দ্বারা আবৃত পশুসম দানব ওরা!
ওরা এই আলো-আঁধারের প্রকৃতিতে ছড়িয়ে গেছে।
বিষ রক্তচক্ষুর দাবানল জ্বেলে ধ্বংসস্তুপ মৃতপ্রায়
পৃথিবীকে বারবার চিতার অঙ্গারে পিষছে ওরা!
ওরা রাজাকার!
কিংবা তারচেয়েও বেশী।
মনুষকুলের প্রতিকৃতির মতই একত্রিত ওরা।
ওদের নির্মমভাবে চেপে ধর!
প্রজ্জলিত লেলিহান অগ্নিশিখায়,
কিংবা উত্তরের অসহণীয় হীমজলে নয়,
ওদের ছুড়ে ফেলে দে ময়লা গুয়ের জঞ্জালে!
যেখানে প্রতিনিয়ত করুণ
আর অসহায় ধ্বনি ফুটাবে ওরা!
জীবন নয়,কুক্ষিগত জটলাও নয়,
একটু সম্মান ভিক্ষা চাইবে ওরা!
এইতো প্রকৃত রাজাকারের শাস্তি।
Menu Bar
বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০১০
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন