মোঃআরাফাত হোসেন
বলো হে বীর,হে সাহসী,হে সরওয়ার,
যবে ছিনু আমি শ্ত্রুপক্ষ
আজ বন্ধু তার।
কি করে বলো শেষ হল
এই শত্রুতার।
বলো হে হ্রদয়,হে চিত্ত,হে মন প্রাণ,
কবে তোমার শেষ হবে এই
লোভের কলতান।
কবে আবার দেখব আমি এই
দুর্নীতির অবসান।
যবে ছিলে তুমি মৃত্যুঞ্জয়ী বিস্তর আকার পাহাড়,
ভালবাসা দিয়ে ভেঙ্গে করেছি তা বিশাল চারনাকার,
এখন আবার তুমি আজ হয়েছ দুর্নীবার।
যবে ছিলে তুমি কিশোর বয়সের
ছুটন্ত পেশোয়ার,
ছিল নাকো মনে কোন লোভ
আর কোন উচ্চাশার।
এখন তুমি হয়েছ বড়
বেড়েছে লোভ দুর্বার।
লোভের পথে লাভ আছে
শুনেছে কে কোন কালে,
দৃষ্টি ভ্রুমে স্বপ্ন জোগায়
তোমার চলাচলে।
যদি পার কর আত্নসংযম
ভয় কর পরকালে,
লোভ লালসা সব ঝেড়ে ফেলে দাও
হাসি মুখে জঞ্জালে।
Menu Bar
বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০১০
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন