Menu Bar

বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০১০

হাসপাতাল

মোঃআরাফাত হোসেন


আগ্রার ওই মহল কিবা লুভরের ন্যায় করি,
মহা সম্ভ্রমে উঠিছে সে আজ রাজপথ পাশে গড়ি ।
দশর্ণ নহে, বিদ্যা নহে বিলিছে মহা সেবা,
কত যে প্রাণ মরিল-বাঁচিল খবর রাখিছে কেবা ।

কত যে মনের করুণ আকুতি বাঁচিবার ক্ষণ আশে,
এই বুঝি আজ মরণ ব্যাধি ছাড়িল অবশেষে ।
কেউবা আবার সেবার তরে ফিরিছে সুস্থ দেহে,
অর্থহ্রাসে কেউবা সেবার প্রতীক্ষাতেই রহে ।


কত যে কাহিণী, কত যে যুদ্ধ তার চারিপাশে ঘিরি,
তারি ইতিহাস কালের প্রহাস নিরবে রাখিছে ধরি ।
আহত যোদ্ধা, নিহত বৃদ্ধর করুণ আর্ত সুরে,
থরথর করি সারাটি দেহ সেই সুরে ফিরি মরে ।

এরি মাঝে কত প্রেম-জড়তা উঠিছে সেথায় গড়ি,
কত যে মনের কামনা গিয়াছে শিশিরের ন্যায় ঝরি ।
কত যে স্মৃতি, কত যে সুর রহিছে তারি মাঝে,
সেই স্মৃতি-সুর মনের গহিনে নীরবে কর্ণে বাজে ।


এরি নাম হাসপাতাল,
কত যে ফাগুন বহিছে সেথায় স্বাক্ষী মহাকাল ।
নিশুত রজনী ব্যাস্ত প্রহরী ক্লান্ত দু’চোখ মেলি,
যাইতেছে আজ নব উদ্যামে উজান পথে চলি ।
দেখিতে দেখিতে সময় চলিছে ফাগুনও গেছে ছাড়ি,
তবু বুঝি তার ফুরিলনা কাজ চলিছে সেবার গাড়ি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন