Menu Bar

বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০১০

বাংলার সন্তান

মোঃআরাফাত হোসেন


গাঁয়ের মেঠো পথটি ধরে
হনহনিয়ে সে হাটে,
রক্ত-রঙ্গিন আভার তলে
চাষীর মতই খাটে।


অঙ্গ তাহার লৌহ যেন
বক্ষ তাহার টান,
মৃত্তিকারই বুকে তাহার
কি মহিমা শাণ!

প্রভাত কালে নায়ের দড়ি
খুলিয়া সে যায় ঘাটে,
কোন সে নদীর মাঝির মতন
বুক চিরিয়া ছুটে।

অর্ধ বেলায় ছন্দ-খেলায়
স্নেহ বুলায় মাঠে,
সেই স্নেহেরই পরশ নিয়ে
শষ্য তাতে ফুটে।

বেলা শেষে ক্লান্ত বেশে
গৃহেতে সে ফিরে,
যেমন করে পাখ-পাখালি
ফিরে আসে নীড়ে।

সাঁঝের বেলা হয়না হেলা
গৃহস্থালী কাজে,
গাঁয়ের বিশাল বুকের ফাঁকে
যায় সে গাভীর খোঁজে।

এমন করে দিন পেরিয়ে
বছরও তার কাঁটে,
তবু বুঝি এ কাজ তাহার
কভু নাহি টুটে।

কৃষক-চাষী নয় সে কিছু
কি তার সম্মান?
বাংলা মায়ের বুকে সে যে
বাংলার সন্তান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন