মোঃআরাফাত হোসেন
আমি দেশকে ভালবাসি না
তোমাদের কারণে,
তোমরা দেশটাকে অগ্নিকুন্ড
বানিয়ে রেখেছ ।
আমি দেশকে ভালবাসি না
তোমাদের কারণে,
তোমরা আমাকে শোষণ
করতে শিখিয়েছ ।
আমি দেশকে ভালবাসি না
তোমাদের কারণে,
তোমরা আমাকে ধ্বংস ও
হত্যার দূত বানিয়েছ ।
আমি দেশকে ভালবাসি না
তোমাদের কারণে,
তোমরা আমাকে অত্যাচারের
সিংহাসনে বসিয়েছ ।
যেখানে শুধুই স্বাথর্পরতা
আর শব্দহীন-নির্বাক নিযার্তন ।
আমি আবার দেশকে ভালবাসব,
যেদিন বাংলার আনাচে-কানাচে
হতে শোনা যাবে
লক্ষ-কোটি মানুষের বিজয় উল্লাস ।
যেদিন ফুল-পাখিরা নৃত্যের ছন্দ
তৈরি করবে বাতাসের ভাজে,
যেদিন মাঠের ফসল হাসবে
কৃষকের সাথে সাথে ।
চারিদিকে দেখতে পাব
বদলে যাওয়ার ইতিহাস ।
সেইদিন আমি জীবন দিয়ে বলব-
আমি দেশকে ভালবাসি,
আমি দেশকে ভালবাসি,
আমি দেশকে ভালবাসি ।
Menu Bar
বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০১০
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন